![আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়: মোশাররফ হোসেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/19/mosharaf_abnews_121385.jpg)
ফরিদপুর, ১৯ জানুয়ারি, এবিনিউজ : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আর সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের বিকল্প নেই।
তিনি আজ শুক্রবার দুপুরে শহরের বদরপুরে মন্ত্রী নিজ বাসভবনের নর্থচ্যানেল ইউনিয়নের সামাদ মাতুব্বরের ডাঙ্গী মৎস্য সমবায় সমিতির সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করেন কালে এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মোহতেশাম হোসেন বাবর এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. জামাল পাশা, থানা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক মোল্যা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম।
পরে মন্ত্রী ১৫৫ জন মৎস্যজীবিদের মাঝে লভ্যাংশের টাকা বিতরণ করেন।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি