![নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনপ্রিয়তা যাচাই করতে পারে : হানিফ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/19/hanif@abnews_121460.jpg)
কুষ্টিয়া, ১৯ জানুয়ারি, এবিনিউজ : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি তাদের জনপ্রিয়তা যাচাই করতে পারে। তারা (বিএনপি) কাল্পনিক আত্মতুষ্টিতে ডুবে আছে। তাদের জনপ্রিয়তা কতটুকু আছে তা জনগণ দেখেছে।
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার জয়নুল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এবিএন/মমিন/জসিম