সাভার, ২০ জানুয়ারি, এবিনিউজ : ঢাকা জেলার ধামরাই উপজেলায় চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিতিপাল্লী গ্রামের হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
নিহত রিকশা চালকের নাম আমিজ উদ্দিন (৩২)। তাঁর বাড়ি নীলফামারীর ডিমলায়। সে ধামরাই পৌরসভার কালিয়াগার এলাকার আনোয়ার হোসেনের রিকশা গ্যারেজে থেকে ভাড়ায় রিকশা চালাতো।
ধামরাই থানার পুলিশ ও গ্যারেজ সূত্রে জানা গেছে, আমিজ উদ্দিন বেলা দুইটার দিকে ব্যাটারিচালিত একটি নতুন রিকশা নিয়ে গ্যারেজ থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সিতি এলাকায় আলাদিন পার্কের অদূরে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ধামরাই থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাঈদ আল মামুন জানায়, সম্ভবত দুর্বৃত্তরা যাত্রী সেজে তাঁকে সিতি এলাকায় নিয়ে যায়। এরপর তাঁকে গলা কেটে হত্যার পর রিকশাটি নিয়ে চলে যায়। তিনি আরও বলেন, ঘটনার পর নিহত ব্যক্তির স্বজনদের জানানো হয়েছে। তাঁরা আসার পর মামলা করা হবে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল জানায়, সন্ধ্যার পর সিতিপাল্লী এলাকায় রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তাকে গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে ছিনতাই কারীরা। এ ঘটনায় ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
এবিএন/সোহেল রানা খান/জসিম/এমসি