বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • লালমনিরহাটে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাটে গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট, ২০ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে ১টি ভটভটি, ৩০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, কুড়িগ্রাম রংপুর মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি এলাকায় রংপুরগামী একটি ভটভটি আটক করে সদর থানা পুলিশ। পরে ভটভটিতে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

এ সময় ভটভটিটি জব্দ করা হয় এবং ভটভটিতে থাকা আলমগীর ও আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়।

একই সময় কালীগঞ্জ থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ মমিনুল ইসলাম ও সাদা মিয়া নামে দুই জনকে, সদর থানা পুলিশ ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আসাদুজ্জামান নুর ওরফে নয়নকে নামে ১ জনকে গ্রেফতার করেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।

এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত