![বছরে দেশের ৫০হাজার নারী ও শিশু পাচার হয় : এইচটিইমাম](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/20/tangail-h.t.imam-(1)-20.01_121663.jpg)
টাঙ্গাইল, ২০ জানুয়ারি, এবিনিউজ : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, বাংলাদেশ থেকে প্রতিবছর ৫০হাজার নারী-শিশু ও কিশোরী ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার হচ্ছে। পাচারকারীরা ব্যাপকভাবে সক্রিয়। তিনি বলেন, এ মানব পাচারকারীরা কারা ? এরা সমাজ বিরোধী। খুঁজে দেখলে পাওয়া যাবে এরাই মাদক ও অস্ত্র ব্যবসায়ী। এদের রোধ করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ দেশবাসীকে এগিয়ে আসতে হবে।
আজ শনিবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনারে টাঙ্গাইল ইয়্যুথ ফর হিউম্যানিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘সমাজকে বদলে দাও’ স্লোগানে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জাতীয় পতাকার প্রতি যারা সম্মান দেখাতে পারেনা, জাতীয় সঙ্গীতের প্রতি যারা সম্মান দেখাতে পারেনা- তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এই দেশপ্রেমটি শিখতে হবে শিশুকাল থেকেই, আর সেটি পারবে শিশুর পরিবার।
বিজ্ঞ রাজনীতিক এইচটি ইমাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন। তার কাছ থেকে সকলকেই শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি বাংলাদেশকে যেভাবে মহিমান্বিত করেছেন, বিশ্ব দরবারে সেটি সাধারণভাবে হয়ে ওঠেনি। তার জন্য সময় ও পরিশ্রম করতে হয়েছে।
টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পৌর মেয়র জামিলুর রহমান মিরন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতির সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ছানোয়ার হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, ইয়্যুথ ফর হিউম্যানিটি অসোসিয়েশনের সদস্যবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে টাঙ্গাইলের বিভিন্ন বিদ্যালয় ও কলেজ শিক্ষকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই বিতরণ করা হয়।
এবিএন/তারেক আহমেদ/জসিম/রাজ্জাক