বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

খুলনায় সপ্তম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা, ২১ জানুয়ারি, এবিনিউজ : খুলনায় ফাহমিদ তানভীর রাজিন (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা পাবলিক কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, খুলনা পাবলিক কলেজে তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। ওই প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল ফাহমিদ তানভীর। গতকাল শুক্রবার থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান চলছিল। শনিবার ছিল অনুষ্ঠানের শেষ দিন। এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল ফাহমিদ তানভীর রাজিন। অনুষ্ঠান চলাকালে উপস্থিত কয়েকজনের সঙ্গে রাজিনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সে গুরুতর আহত হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোশাররফ হোসেন বলেন, অনুষ্ঠান চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে ওই ছাত্রকে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত ছাত্রের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত