শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোর, ২১ জানুয়ারি, এবিনিউজ :যশোরে সন্ত্রাসীদের দুগ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

আজ রবিবার ভোরে যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম-পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

যশোর কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার এসআই খবির উদ্দিন জানান, আজ ভোরে পুলিশ খবর পায় রঘুরামপুর গ্রামে সন্ত্রাসীদের দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে ১টি দেশি তৈরি ওয়ানশুটার গান, ১ রাউন্ড গুলি, ৫টি গুলির খোসা, ৫টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

গতকাল শনিবারও যশোরে পৃথক স্থান থেকে অজ্ঞাত পরিচয় ৪ ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত