![সিলেটে আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/22/sylhet_121845.jpg)
সিলেট, ২২ জানুয়ারি, এবিনিউজ : সিলেট নগরের একটি আবাসিক হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে নগরের সেবাহানীঘাট এলাকার হোটেল মেহেরপুর থেকে তাদের পুলিশ লাশ উদ্ধার করে।
হোটেলের নিবন্ধন খাতায় ওই তরুণীর নাম রুমি পাল (২২) ও তরুণের নাম লেখা আছে মিন্টু দেব (৩০)। মিন্টুর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর ও রুমির বাড়ি সিলেটের জৈন্তাপুর লেখা হয়েছে।
সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গৌছুল হোসেন বলেন, কিছু আলামত থেকে পুলিশ নিশ্চিত হয়েছে তরুণীকে হত্যা করে তরুণ আত্মহত্যা করেছেন। তরুণীর গলায় শ্বাসরুদ্ধ করার দাগ পাওয়া গেছে।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য রাতের পালায় থাকা হোটেলের ব্যবস্থাপক আবদুল ওয়াদুদকে আটক করা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ