বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম গ্রেফতার

খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম গ্রেফতার

নারায়ণগঞ্জ, ২৩ জানুয়ারি, এবিনিউজ : বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে পুলিশ গ্রেফতার করেছে।

আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে নারায়ণগঞ্জ নগরের চাঁদমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানোর অভিযোগে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা হয়। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল।

এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেফতারের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিক্ষোভ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।

তাদের অভিযোগ, তৈয়মুর আলম খন্দকার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে আদালতপাড়ায় প্রচারের কাজে ছিলেন। এ সময় পুলিশ আইনজীবীদের সামনে থেকে টেনেহেঁচড়ে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

তৈমুর আলম নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত