বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

চুয়াডাঙ্গা, ২৪ জানুয়ারি, এবিনিউজ : চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইমান আলী (৩০) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফকর উদ্দিন ব্যাপারীর ছেলে।

জীবননগর থানার ডিউটি অফিসার এএসআই সাজ্জাদ হোসেন বলেন, ডাকাত ইমান আলী ও তার ১০-১২ জন সঙ্গী রাতে ডাকাতি করার জন্য সন্তোষপুর-দেহাটি সড়কে অবস্থান করছিল। গোপনে এ সংবাদে পেয়ে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়ে । বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় ইমান আলীকে আটক করা হয় পরে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ৪টি বোমা, একটি এলজি শুটারগান, ৫টি চাপাতি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও ডাকাতি আইনে ৩টি মামলা আছে বলে পুলিশ জানায়।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত