বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

বরগুনা, ২৪ জানুয়ারি, এবিনিউজ : বরগুনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুন্দরবনের ৩ জলদস্যু নিহত হয়েছেন।

আজ বুধবার ভোরে বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের মাঝেরচর নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বরগুনার পাথরঘাটায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩ ‘বনদস্যু’ নিহত হয়েছেন।

পটুয়াখালী র‌্যাব-৮-এর অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বলেন, ভোরে বনদস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদা ও তার দলবল সুন্দরবনসংলগ্ন মাঝেরচরে অবস্থান করছিল। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। এ সময় স্বপন বাহিনীর সদস্যরা র‌্যাবের দিকে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে । এক পর্যায়ে তারা পালিয়ে গেলে ৩ জনের লাশ এবং বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে দুটি একনলা বন্দুক, একটি কাটা রাইফেল, ৪টি পাইপগান ও বিভিন্ন ধরনের বন্দুকের ৩৮ রাউন্ড গুলি ও ৫টি দেশি ধারালো অস্ত্র রয়েছে।

র‌্যাব-৮-এর অধিনায়কের দাবি, স্বপন ‘মুন্না বাহিনী’ নামে বনদস্যু বাহিনী গড়ে তুলে সুন্দরবন ও বঙ্গোপসাগরের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত