![খুলনায় বোমাসহ ৫ জামায়াত নেতা আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/24/arrest-2_122249.jpg)
খুলনা, ২৪ জানুয়ারি, এবিনিউজ : খুলনার ফুলতলা উপজেলার জামিরা বাজার এলাকার একটি মাদ্রাসা থেকে ৪টি হাতবোমাসহ জামায়াতের ৫ নেতাকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার সকাল পৌনে ৭টার দিকে গোপান সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন উপজেলার দামোদর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল আলিম, সেক্রেটারি আবুল হোসেন মিয়া, জামিরা ওয়ার্ড সভাপতি আবদুস সাত্তার, জামায়াত নেতা গোলাম মোস্তফা আল মুজাহিদ ও কুতুবউদ্দীন গাজী।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান বলেন, আটককৃতদের প্রত্যেকের নামে আগে থেকই একাধিক নাশকতার মামলা আছে। কয়েক মাস আগেও তাদের বোমাসহ গ্রেফতার করা হয়। আবারও নাশকতার পরিকল্পনা করছিলেন তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ