শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • বড়াইগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বড়াইগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বড়াইগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বড়াইগ্রাম (নাটোর), ২৫ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া এলাকায় এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে মাহাবুবুল আলম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত মাহাবুব আলম ওই গ্রামের চাঁদ মিয়ার ছেলে। আসন্ন এসএসসি পরীক্ষায় বনপাড়া সেন্ট যোসেফস উচ্চ বিদ্যায়লের শিক্ষার্থী হিসাবে তার অংশ গ্রহণ করার কথা।

জানা যায়, হারোয়া গ্রামের ফুল ব্যবসায়ী শফিকুল ইসলামের শিশু মেয়ে ওই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার ১২টার দিকে স্কুলে যাবার সময় প্রতিবেশী মাহাবুব তাকে চকলেট দেবার কথা বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরে শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে এসময় মাহাবুব পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মাহাবুবকে আসামী করে একটি মামলা দায়ের করলে সন্ধার পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

বড়াইগ্রাম হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ডলি রাণী বলেন, আলামত সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। শিশুটি এখন ভাল আছে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মাহাবুবকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক বিজ্ঞাসাবাদে সে ধর্ষণের সত্যতা স্বীকার করেছে।

তিনি আরও জানান, আজ বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এবিএন/আশরাফুল ইসলাম আশরাফ/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত