মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শওকত আলী

জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত শওকত আলী

ঢাকা, ২৫ জানুয়ারি, এবিনিউজ : কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর জুরাইন কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হলো প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত আলীর মরদেহ। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এ কথাসাহিত্যিক। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি তিন ছেলসহ বহু আত্মীয়-স্বজন ও ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

হাসপাতাল থেকে শওকত আলীর মরদেহ নিয়ে যাওয়া হয় তার টিকাটিুলির বাসায়। পরে দুপুরে টিকাটুলি বড় মসজিদে জানাজার পর বিকেল ৩টায় কফিন নেওয়া হয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ তার কফিনে শেষশ্রদ্ধা জানান।

শওকত আলীর মেজ ছেলে আসিফ শওকত কল্লোল জানান, গত ৬ জানুয়ারি তার বাবাকে সংকটাপন্ন অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখান থেকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। সেখানে সকাল সোয়া ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত