![ফেনীতে ছুরিকাঘাতে ছাত্রলীগকর্মীকে হত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/26/hotta-kopiye_122597.jpg)
ফেনী, ২৬ জানুয়ারি, এবিনিউজ : ফেনী পৌর শহরে ছাত্রলীগের এক কর্মীকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদের পাশে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মোস্তফা আহম্মদ শাকিল কুমিল্লার চৌদ্দগ্রাম থানার গুনবতি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। ফেনী শহরের পুরাতন রেজিস্ট্রি অফিস এলাকায় বোনের বাড়িতে থেকে তিনি কলেজে পড়তেন।
পুলিশ জানায়, পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগে সক্রিয় ছিলেন শাকিল। দলীয় কোন্দলে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খাঁন চৌধুরী বলেন, রাতে জহিরিয়া মসজিদের পাশে শাকিলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে শাকিলের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ