শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • খালেদাকে বাদ দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না: রিজভী

খালেদাকে বাদ দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না: রিজভী

খালেদাকে বাদ দিয়ে নির্বাচন করতে দেওয়া হবে না: রিজভী

ফেনী, ২৬ জানুয়ারি, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাদ দিয়ে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিকেল ৩টায় ফেনী শহরের রামপুরে সদর উপজেলা বিএনপির সদ্যপ্রয়াত সভাপতি সৈয়দ মিজানুর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের রিজভী এসব মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাদ দিয়ে শেখ হাসিনা সরকারও কোনো নির্বাচন করতে পারবে না। তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা ভিত্তিহীন। এ মামলার সঙ্গে চেয়ারপারসনের কোনো সম্পৃক্ততা নেই। জাল নথি, অসত্য তথ্য ও বানোয়াট অভিযোগ জমা মামলাটি করা হয়েছে।

রিজভী বলেন, মামলাটি সাজানো, এ মামলায় বিচার যদি সরকারের উচ্চ পর্যায়ের হয়ে থাকে সেটি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। বিভিন্নভাবে হয়রানি করে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে না শেখ হাসিনার সরকার। সহায়ক সরকারের অধীনে নির্বাচন হলে বিএনপি অংশ নেবে।

এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত