![পাঁচবিবিতে ২ কেজি সোনাসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/gold_arrest_19804_122847.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ২৭ জানুয়ারি, এবিনিউজ : আজ শনিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা ২ কেজি সোনাসহ নূর আলম (৩২) নামের এক স্বর্ণ চোরাচালানীকে আটক করেছে। সে রামভদ্রপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র।
বিজিবি কয়া ক্যাম্পের সুবেদার চাঁন মিয়া জানান, বেলা ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ২৮৩ মেইন পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় টহল বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ২ কেজি সোনা উদ্ধার করা হয়।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোঃ আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃত সোনার মূল্য ৯০লক্ষ টাকা।
এবিএন/সজল কুমার দাস/জসিম/রাজ্জাক