![সুবিচার হলে খালেদা জিয়া খালাস পাবেন: মওদুদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/27/moudud-@abnews_122859.jpg)
নোয়াখালি, ২৭ জানুয়ারি, এবিনিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ দাবি করেছেন, চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং এসব মামলার কোনো ভিত্তি নেই। আজ শনিবার দুপুরে নোয়াখালীতে আয়োজিত এক সভায় এসব কথা বলেন মওদুদ। জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্যই এসব মামলা করা হয়েছে।
মওদুদ আহমদ বলেন, ভুয়া মামলা হওয়ায় আদালতে সরকারপক্ষ মামলার স্বপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ৩২ জন সাক্ষীর মধ্যে ৩১ জন সাক্ষীর কেউই মামলায় খালেদা জিয়ার সংশ্লিষ্টতা আছে বলতে পারেননি। সুতরাং আমরা আশা করছি, যদি সুবিচার হয়, তাহলে খালেদা জিয়া মামলা থেকে বেকসুর খালাস পাবেন।
মওদুদ আহমদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে এ সরকারের ১৫৪ জন এমপি ভোট ছাড়াই এমপি নির্বাচিত হয়েছেন। পুরো নির্বাচনই বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের ছিল। কিন্তু তারা তা করেনি। দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন সরকারের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এ জন্য আগামী নির্বাচন হতে হবে সহায়ক সরকারের অধীনে। তাহলেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠান সম্ভব হবে।
এবিএন/মমিন/জসিম