শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ‘দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেয়া হবে না’

‘দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেয়া হবে না’

‘দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেয়া হবে না’

চাঁদপুর, ২৭ জানুয়ারি, এবিনিউজ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, বাংলাদেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে ছাড় দেয়া হবেনা। দেশে উন্নয়নের রাজনীতি চালু হয়েছে, এ ধারা অব্যাহত থাকবে। আজ শনিবার মতলব নিউ হোস্টেল মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটনের সভাপতিত্বে সমাবেশে চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, কোন ইস্যুকে সামনে রেখে কোন দল পুনরায় জ্বালাও-পোড়াও আর ভাঙ্গচুরের রাজনীতি চালু করলে তাদের প্রতিহত করা হবে। তাদের বিরুদ্ধে সতর্ক থেকে গ্রামে গ্রামে নাগরিক প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। বাসস।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত