![সরাইলে মেঘনা নদীতে নৌ ডাকাতের হামলায় নিহত ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/28/khun churi_122974.jpg)
ব্রাহ্মণবাড়িয়া, ২৮ জানুয়ারি, এবিনিউজ : নৌ ডাকাতদের ছুরিকাঘাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক যুবক নিহত হয়েছেন। উপজেলার অরুআইল ইউনিয়নের রাজাপুর এলাকায় মেঘনা নদীতে গতকাল শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম চারু মিয়া (২৫)। তিনি উপজেলার পাকশিমুল ইউনিয়নের বড়ইছড়া গ্রামের হারুন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, হারুন মিয়াসহ ৫ জন ব্যবসায়ী ইঞ্জিনচালিত নৌকায় পণ্য নিয়ে সুনামগঞ্জ থেকে ফিরছিলেন। গতকাল রাত ৮টার দিকে মেঘনা নদীর রাজাপুর এলাকায় এলে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল তাদের নৌকায় হামলা চালায়। তারা নৌকার নিয়ন্ত্রণ নিয়ে মালামাল লুট করা শুরু করে। বাধা দিতে গেলে চারু মিয়াকে ছুরিকাঘাত করে। তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা নেওয়ার পথে মারা যান।
সরাইল থানার পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের ধরার চেষ্টাও অব্যাহত রেখেছে পুলিশ।
এবিএন/সাদিক/জসিম/এসএ