শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

লালপুরে ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার

লালপুরে ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার

লালপুর (নাটোর), ৩০ জানুয়ারি, এবিনিউজ : নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ফুলবাড়ী এলাকা থেকে আজ মঙ্গলবার সকালে ইসলাম মন্ডল (২৬) নামে এক ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইসলাম হোসেন ফুলবাড়ী গ্রামের ইনছার আলীর ছেলে।

থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রাতে ট্রাকের ভাড়া নিয়ে ঢাকা যাবে বলে বাড়ী থেকে বের হয় ইসলাম হোসেন। রাতে সে আর বাড়ীতে ফিরে আসেনি। আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা ফুলবাড়ী গ্রামের রাস্তার সুহার মোড় নামক স্থানে হাত বাধা অবস্থায় ইসলামের মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে হত্যার কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। নিহতের শরীরের মুখের কাছে সামান্য চিহ্ন ছাড়া দেহের আর কোথাও আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

এ ব্যাপারে লালপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এবিএন/মোয়াজ্জেম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত