![অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে সংবাদ সম্মেলন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/30/bangla-academy_abnews_123330.jpg)
ঢাকা, ৩০ জানুয়ারি, এবিনিউজ : অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ উদ্যাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১:০০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান গ্রন্থমেলার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সংবাদ সম্মেলনে অমর একুশে গ্রন্থমেলা ২০১৮’র সার্বিক প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন অমর একুশে গ্রন্থমেলা ২০১৮-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী, গ্রন্থমেলার ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নিরাপদ মিডিয়া এন্ড কমিউনিকেশন্স লিমিটেড চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চন, স্পন্সর প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডের সিইউ জনাব কামাল কাদের।
গ্রন্থমেলার সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক ও সদস্য-সচিব উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এবিএন/মাইকেল/জসিম/এমসি