সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোকিত হয়েছে : রাজবাড়ীতে নাসিম

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোকিত হয়েছে : রাজবাড়ীতে নাসিম

শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোকিত হয়েছে : রাজবাড়ীতে নাসিম

রাজবাড়ী, ৩০ জানুয়ারি, এবিনিউজ : গতকাল মঙ্গলবার রাত ৯টায় রাজবাড়ী সদর হাসপাতাল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে , স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেন , আজ দেশ আলোকিত হয়েছে তার একটাই কারন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌছেঁ দিয়েছে। তাই আজ দেশ ও দেশের মানুষ আলোকিত।

মন্ত্রী বলেন, ২০০৯ সালের আগে অন্ধকারের বাংলাদেশ ছিল ! আজকে ২০১৬, ২০১৭ ২০১৮ সালে এসে আলোকিত বাংলাদেশ হয়েছ শেখ হাসিনার সাহসী নেতৃত্বে। আজ গ্রামের যে কোন যায়গায় জান দেখবেন বিদ্যুৎ আছে। তিনি আরও বলেন , রাজবাড়ী সদর হাসপাতালের সকল সমস্যার সমাধান করে দেওয়া হবে। তিনি ডাক্তারের উদ্যেশে বলেন, সরকারি হাসপাতালে ভালোভাবে চিকিৎসা সেবা দিতে হবে মনে রাখবেন আপনাদের যে বেতন দেওয়া হয় সেই টাকা কিন্তু জনগনের টাকা। তাই বেসরকারি ক্লিনিক এ যাওয়া বাদ দিন মানুষকে সেবা দিন এটা তাদের অধিকার।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মেজবাউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী ১ আসনের এমপি কাজী কেরামত আলী এমপি , সংরিক্ষত মহিলা আসনের এমপি কামরুন নাহার চৌধুরী লাভলী চৌধুরী, স্বাস্থ্য পৌকশল অধিদপ্তর ( এইচইডি) পিএসসি ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী , ঢাকা স্বাস্থ্য বিভাগের পরিচালক, ডাঃ নিতীশ কান্তি দেবনাথ, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার সালমা বেগম পিপি এম, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স।

এবিএন/খন্দকার রবিউল ইসলামমমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত