বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু

৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু

ঢাকা, ৩০ জানুয়ারি, এবিনিউজ : সল্টলেকের সেন্ট্রাল পার্কে ৪২তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এবং সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়। বইমেলায় থাকছে ৬০৫টি বইয়ের স্টল ও ২০০ লিটল ম্যাগাজিনের টেবিল। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বইমেলা। মেলার সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা।

এবারর বইমেলার ফোকাল থিম ফ্রান্স। এসেছেন ফ্রান্সের তথ্য ও সম্প্রচারমন্ত্রী শ্রীমতী ফ্রাঁসোয়া নাইসিন। এই প্রথম ফোকাল থিম কান্ট্রির জন্য সবচেয়ে বেশি জায়গা দেওয়া হয়েছে বইমেলায়। ফরাসিদের জন্য উদার হয়ে ১৪০০০ স্কোয়ার ফিট জায়গা দিয়েছে গিল্ড কর্তৃপক্ষ। ফ্রান্স থেকে অতিথিরা এসেছেন বইমেলায়।

বইমেলার বিভিন্ন দিনে স্মরণ করা হবে প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সী, রবিশঙ্কর বল ও চণ্ডী লাহিড়ীকে। মেলায় ফ্রান্সের প্রতিনিধিরা আসছেন। এছাড়াও আসছেন আমেরিকার কবি বব হলম্যান সহ রাশিয়া, কলম্বিয়া, অস্ট্রেলিয়া, স্পেন ও স্কটল্যান্ডের সাহিত্যিকরা।

বাংলাদেশের ৩৬টি স্টল থাকছে। ৩ ফেরুয়ারি বাংলাদেশ দিবস পালন করা হবে। যাবেন বাংলাদেশের অতিথি-শিল্পীরা। বইপ্রেমীদের কথা মাথায় রেখে ১৭৫টি অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। বাসগুলি হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, বেহালা ও গড়িয়া থেকে সেন্ট্রাল পার্ক পর্যন্ত যাতায়াত করবে। এছাড়া পাশেই রয়েছে করুণাময়ী বাস টার্মিনাস। উন্নয়ন ভবনের পেছনে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

৮-১০ ফেব্রুয়ারি বইমেলায় অনুষ্ঠিত হবে পঞ্চম বর্ষ কলকাতা সাহিত্য উৎসব। ৪ ফেব্রুয়ারি হবে শিশু উৎসব। পিয়ারলেস হাসপাতালের সহায়তায় সাময়িক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের জন্য বিশেষ ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করেছে বইমেলা কর্তৃপক্ষ। এছাড়া অ্যাপের মাধ্যমে স্টল নির্ণয় করার সুবিধাও যুক্ত হয়েছে বইমেলায়।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত