শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রাজশাহীতে ২ জেএমবি সদস্য গ্রেফতার

রাজশাহীতে ২ জেএমবি সদস্য গ্রেফতার

রাজশাহী, ৩১ জানুয়ারি, এবিনিউজ : রাজশাহীর নগরী থেকে বোমা তৈরির সরঞ্জামসহ জেএমবির দুই ‘সদস্যকে’ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)।

নগরীর রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন দিনাজপুরের আতিউল্লাহ (২২) ও গাইবান্ধার মকসেদুল ইসলাম (২২)।

রাজশাহী র‌্যাবের সহঅধিনায়ক মেয়র আশরাফ বলেন, চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার জন্য দুই যুবক কাশিয়াডাঙ্গা রহমান ফিলিং স্টেশনের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় র‌্যাবের টহল দলের সন্দেহ সন্দেহ হলে তারা ওই দুই যুবককে জিজ্ঞাবাসাদ করে ব্যাগে তল্লাশি চালায়। তাদের ব্যাগ থেকে এক কেজি গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা জেএমবির এহসার সদস্য বলে স্বীকার করেছেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত