![লালমনিরহাটে ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/01/31/lalmonirhat-fensidil_123523.jpg)
লালমনিরহাট, ৩১ জানুয়ারি, এবিনিউজ : লালমনিরহাটে ৩ শত ৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোরে রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক জানান, বুধবার ভোর রাতে জেলার হাতীবান্ধা উপজেলা সিঙ্গিমারী গ্রামে ১৭৪ বোতল ফেন্সিডিলসহ ওই এলাকার আফজাল হোসেনের পুত্র এরশাদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নীলফামারী ও লালমনিরহাট জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। একই সময় জেলার কালীগঞ্জ থানা পুলিশ ১ শত বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মজিবর রহমান ও আদিতমারী থানা পুলিশ ১ শত বোতল ফেন্সিডিলসহ তোতা মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। বুধবার দুপুরে তার বিরুদ্ধে থানায় পৃথক পৃথক মামলা দায়েরের পর লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এসএম রশিদুল হক।
এবিএন/আসাদুজ্জামান সাজু/জসিম/নির্ঝর