সোমবার, ০৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩১
logo

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে নিহত ১

কুষ্টিয়া, ০১ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মহিষাডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলাম (৩৮) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মথুরাপুর গ্রামের ইসমাইল হোসেন মোল্লার ছেলে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বলেন, সড়কে গাছের সঙ্গে দড়ি বেঁধে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের একটি দল সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গায় অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর এক পর্যায়ে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যকে পাওয়া যায়। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এ ঘটনায় ইসলামী বিশ^বিদ্যালয় থানার এসআই মো. রাশেদুল ইসলাম, কনস্টেবল মো. আহাদুল ইসলাম এ ঘটনায় আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি বন্দুক, গাছ কাটার একটি করাত ও মোটা দড়ি উদ্ধারের করেছে পুলিশ।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত