বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

অমর একুশে গ্রন্থমেলা : ৩য় দিনে নতুন বই এসেছে ১২০টি

অমর একুশে গ্রন্থমেলা : ৩য় দিনে নতুন বই এসেছে ১২০টি

ঢাকা, ০৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : আজ শনিবার একুশে গ্রন্থমেলার তৃতীয় দিন। প্রতিদিনের ন্যায় গ্রন্থমেলা বেলা ১১:০০টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯:০০টা পর্যন্ত। মেলায় আজ নতুন বই এসেছে ১২০টি। মোলায় আজ ছিল প্রথম শিশুপ্রহর।

বিকেল ৪:০০টা গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় খান বাহাদুর আহ্ছানউল্লা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক শফিউল আলম। আলোচনায় অংশগ্রহণ করেন মোঃ মনিরুল ইসলাম ও সরকার আবদুল মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী রফিকুল আলম।

প্রাবন্ধিক বলেন, উনিশ শতকের যে কয়েকজন খ্যাতিকীর্তি মুসলমানের জন্ম হয়েছিল তাঁদের অন্যতম ও উল্লেখযোগ্য খানবাহাদুর আহছানউল্লা। তিনি বাঙালি মুসলমানদের সামাজিক ইতিহাসে যেমন অনন্য পুরুষ, তেমনি স্ব-সম্প্রদায়ের ভেতরে সাধারণ শিক্ষার প্রসারকল্পে তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণযোগ্য। তিনি বলেন, খান বাহাদুর আহছানউল্লা’র সুদীর্ঘ কর্মময় জীবনকে নানামাত্রিকভাবে দেখা যায়- শিক্ষাবিদ, শিক্ষাসংস্কারক, পাঠ্যপুস্তক রচয়িতা, সাহিত্যিক, ধর্মবেত্তা, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক সৃজনশীল মানুষ- এরকম নানা অভিধায় তাঁকে চিহ্নিত করা যায়।

আলোচকবৃন্দ বলেন, বাঙালি জাতিসত্তার সবগুলো উপকরণই খান বাহাদুর আহ্ছানউল্লার জীবনচর্চার সাথে মিশে ছিল। শিক্ষাদীক্ষা ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে পিছিয়ে পড়া বাঙালি মুসলমানদের সামনে এগিয়ে নিতে তিনি কাজ করে গেছেন। বাংলা ভাষা ‘হিন্দু না মুসলিমের’ এ বিতর্কের ঊর্ধ্বে উঠে তিনি ঘোষণা করেছেন যে বঙ্গীয় মুসলিম সমাজের উন্নতির জন্য বাংলা ভাষায় সাহিত্য রচনা করতে হবে।

সভাপতির বক্তব্যে কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষা সংস্কার ও প্রসারে খান বাহাদুর আহ্ছানউল্লা যে অবদান রেখে গেছেন তা আমাদের স্মরণে রাখাতে হবে। আহ্ছানিয়া মিশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি মানবসেবার অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, সুজিত মোস্তফা, এ কে এম শহীদ কবীর পলাশ। যন্ত্রাণুষঙ্গে ছিলেন পিনু সেন দাস (তবলা), রবিনস্ চৌধুরী (কী-বোর্ড), এবং ফিরোজ খান (সেতার)।

আগামীকালের অনুষ্ঠানসূচি :

আগামীকাল ৪ঠা ফেব্রুয়ারি ২০১৮/২২মাঘ ১৪২৪ রবিবার। অমর একুশে গ্রন্থমেলার ৪র্থ দিন। মেলা চলবে বিকেল ৩:০০টা থেকে রাত ৯:০০টা পর্যন্ত।

বিকেল ৪:০০টা গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে শহিদ রণদাপ্রসাদ সাহা শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন প্রতিভা মুৎসুদ্দি। আলোচনায় অংশগ্রহণ করবেন রমণীমোহন দেবনাথ, হেনা সুলতানা এবং আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রফিকুল ইসলাম। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এবিএন/রাজ্জাক/জসিম/এআর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত