বেনাপোল(যশোর), ০৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভারতে পাচারের সময় বেনাপোল থেকে দুই কেজি ৩শ’ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ সবুজ (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বডবিজিবি সদস্যরা।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় বেনাপোল বন্দরের ২২ নম্বর গেটের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। আটক সবুজ বেনাপোলের সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বেনাপোল বন্দর এলাকায় সকাল থেকে নজরদারি বাড়ায়। এক পর্যায়ে সন্দেহভাজন এক ইজিবাইক চালককে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে কোমরে বাঁধা অবস্থায় ২০টি স্বর্ণেরবার পাওয়া যায়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, আটক ওই স্বর্ণপাচারকারী স্বীকার করেছেন এই স্বর্ণ তাকে এক যাত্রী দিয়েছিলেন ভারতে পার করে দেওয়ার জন্য। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
এবিএন/ ইয়ানূর রহমান/জসিম/নির্ঝর