![সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন খালেদা জিয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/zia_124415.jpg)
সিলেট, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের জন্য সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ সোমবার বিকেল সাড়ে ৪ টায় সিলেট সার্কিট হাউজে প্রবেশ করে চেয়ারপারসনের গাড়িবহর।
এ দীর্ঘ সড়ক পথের যাত্রা শেষে সিলেট সার্কিট হাউজে বিশ্রাম করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর মাজার জিয়ারতে যাবেন তিনি। মাজার জিয়ারত শেষে পূণরায় সার্কিট হাউজে ফিরবেন এবং সবশেষ রাতেই ঢাকার উদ্দেশ্য রওনা দেয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
বিএনপি প্রধানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সঙ্গে রয়েছেন।
এবিএন/মমিন/জসিম