![শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/05/zia_124449.jpg)
সিলেট, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সন্ধ্যা সোয়া ৬টায় হজরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন।
আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় তিনি সার্কিট হাউজ থেকে বের হয়ে সন্ধ্যা পৌনে ৬টায় শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান। সন্ধ্যা ৬টায় তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।
বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে বিপুল সংখ্যক কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রয়েছেন। দরগাহ গেটে খালেদা জিয়াকে স্বাগত জানাতে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাকে সেখানে স্বাগত জানান। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। নেতাকর্মীদের ভিড় ঠেলে সামনে এগিয়ে যেতে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের ব্যাপক হিমশিম খেতে হয়।
এর আগে সকাল ৯টা ১৬ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে রওনা হয়ে বিকেল সাড়ে ৪টায় সিলেট সার্কিট হাউজে পৌঁছায় খালেদা জিয়ার গাড়িবহর।এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। এরপর তিনি সার্কিট হাউজে দুপুরের খাবার শেষে দুই ওলীর মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হন।
এবিএন/মমিন/জসিম/জনি