বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
logo
  • হোম
  • রাজনীতি
  • সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

সিলেট, ০৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিলেটে এসে হজরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় দুটি মাজারেই ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত করেন তিনি। খালেদা জিয়ার আগমন ঘিরে আগে থেকেই মাজার দু’টিতে অবস্থান করছিলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী।

বর্তমানে তিনি সিলেট সার্কিট হাউজে বিশ্রাম নিচ্ছেন।

হযরত শাহজালাল (রহ.) এর মাজারের উদ্দেশে সোমবার বিকেল সাড়ে ৫টায় সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করেন খালেদা জিয়া। তিনি ৬টার দিকে মাজারে পৌঁছান। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তিনি। মাজারে প্রবেশ করার সময়ই মাগরিবের আজান হওয়ায় তিনি সেখানেই নামাজ আদায় করেন। এরপর কিছুক্ষণ দোয়া-দরুদ পড়ে মোনাজাত করেন। মুফতি নেহাল উদ্দিন মিলাদ পড়ান। মাজারের খাদেম কবির এসময় মোনাজাত পড়ান।

সেখান থেকে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে শাহপরাণের মাজারে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত শেষে পৌনে ৮টার দিকে তিনি ফের সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন।

এর আগে সোমবার বিকাল সাড়ে চারটার দিকে সিলেট সার্কিট হাউজে পৌঁছান বিএনপি চেয়ারপার্সন। সেখানে দুপুরের খাবার খেয়ে ও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সাড়ে পাঁচটার দিকে শাহজালালের মাজারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। এ সময় দরগা গেটে তাকে স্বাগত জানান বিএনপি নেতা-কর্মীরা।

প্রায় চার বছর পর খালেদা জিয়া সিলেটে আসলেও তার এবারের সফরে জনসভার মত কোনো রাজনৈতিক কর্মসূচি রাখা হয়নি। সর্বশেষ ২০১৩ সালের ৫ অক্টোবর সিলেট এসেছিলেন বিএনপি প্রধান। সিলেট পৌঁছার সময় ঢাকা-সিলেট মহাসড়কের দু’পাশে হাজার হাজার নেতা-কর্মীরা খালেদা জিয়াকে স্বাগত জানান।

খালেদা জিয়ার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, মুলত শাহজালাল ও শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করতেই সিলেট এসেছেন খালেদা জিয়া। সিলেট অবস্থানকালে স্থানীয় নেতাদের সাথে একান্তে কথা বলবেন বিএনপি চেয়ারপার্সন।

এর আগে সোমবার সকাল সোয়া নয়টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে সিলেটের উদ্দেশে রওনা হয় বিএনপি প্রধানের গাড়িবহর। পথিমধ্যে নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে তৃণমূল বিএনপির নেতা-কর্মীরা সড়কের দুপাশে দাঁড়িয়ে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের শুভেচ্ছার উত্তর দেন খালেদাও।

এবিএন/জনি/জসিম/জেডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত