![ডোমারে ছাত্রদল সভাপতি আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/07/atok@abnews_124722.jpg)
নীলফামারী, ০৭ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায় ঘোষনাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় নীলফামারীর ডোমার উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সাহিন আলম শান্তকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ডোমার শহরের বনোয়ারীর মোড় এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সাহিন চিকনমাটি দীঘলটারি গ্রামের মৃত শমসের আলীর ছেলে।সাহিনের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, সাহিনের নামে যে সব রাজনৈতিক মামলা রয়েছে সেসব মামলায় সে জামিনে রয়েছে। তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও পুলিশ বিনা কারনে তাকে আটক করেছে।
ডোমার থানার অফিসার্স ইনচার্জ মোকছেদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এবিএন/মো.আব্দুল্লাহ আল মামুন/জসিম/নির্ঝর