বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
শামীম হাসান’র কবিতা

দুঃখবোধ

দুঃখবোধ

দুঃখবোধ

শামীম হাসান

ঘাসের দুঃখ জানে শুধু রোদ

পাখীর দুঃখ জানে সবুজ বন,

আমার দুঃখে হয়নি তেমন বোধ

তোমার আছে একটি কঠিন মন।

একটা পাখী যাচ্ছে একা উড়ে

হয়নি তার একটি ছোট্ট বাসা,

বনের পাখী বনের থেকে দূরে

কেমন করে মিটবে মনের আশা।

বসতবাড়ি আগের মতো আছে

রাস্তাগুলো স্থবির হয়ে যায়,

গোলাপ বনে কাঁটা তরুর কাছে

সময় তবু পিছন পানে ধায়।

যেদিন গেছে সেদিন দূরে নয়

আবার তুমি হাতটি এসে ধর,

জানতে তুমি আমার বড় ভয়

দুঃখগুলো আমার বেশ বড়।

(সংগৃহীত)

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত