![‘রায়ের মাধ্যমে বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘণীভূত হবে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/09/kader_125099.jpg)
গাজীপুর, ০৯ ফেব্রুয়ারি, এবিনিউজ : খালেদা জিয়ার রায়ের মাধ্যমে দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, বিএনপি নেতাদের এমন দাবি নাকচ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, খালেদা জিয়ার রায়ের মাধ্যমে রাজনৈতিক সংকট নয় বরং বিএনপির অভ্যন্তরীণ সংকট ঘনীভূত হবে। সেটির লক্ষণ আমরা টের পাচ্ছি।
আজ শুক্রবার সকালে গাজীপুরের ভোগড়া বাইপাসে বিআরটিএর প্রকল্পের কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
তিনি বলেন, খালেদা জিয়ার মামলা সরকার করেনি, হস্তক্ষেপও নেই। বেগম জিয়া যদি নিয়মিত হাজিরা দিতেন তবে এ মামলার অনেক আগেই রায় হয়ে যেত। এখন তিনি নিজেই দেরি করে নির্বাচনকে সামনে রেখে এ পর্যন্ত নিয়ে এসেছেন। এ জন্য বেগম জিয়া ও তার বিজ্ঞ আইনজীবীরাই দায়ী।
সাজাপ্রাপ্ত তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মানি লন্ডারিং মামলায় আগে তারেক রহমানের ৭ বছর সাজা হয়েছে। জিয়া অরফানেজ মামলায় হলো ১০ বছর ও ২ কোটি টাকা জরিমানা। বিএনপির গঠনতন্ত্র থেকে কেন ৭ ধারা তুলে দিয়েছে, তা এখন পরিষ্কার।
তিনি বলেন, দুর্নীতিবাজদের দলটির নেতা হতে যাতে বাধা না হয়, সে জন্যই ৭ ধারা তুলে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দুর্নীতির অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। তারেক রহমানসহ মামলার পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। প্রত্যেক আসামিরই ২ কোটি টাকা করে জরিমানা হয়।
সেতুমন্ত্রীর সঙ্গে ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডিএকেএন নাহিন রেজাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবিএন/সাদিক/জসিম/এসএ