![ফেনীতে প্রতারণার অভিযোগে নাইজেরিয়ান আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/arrest-2_125401.jpg)
ফেনী, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : প্রতারণার অভিযোগে ফেনীর ছাগলনাইয়া থেকে জাল ডলারসহ সাবিনাস সিনেডো (৪৪) নামে এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার পশ্চিম পাঠানগড় গ্রামের হাজি বাড়ি থেকে ওই নাইজেরিয়ানকে আটক করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ বলেন, অনলাইনে ব্যবসার সুবাদে উপজেলার অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা জালাল উদ্দিনের সিনেডোর পরিচয় হয়। সিনেডো টাকার বিনিময়ে ডলার ও স্বর্ণ বাবদ ১৫ লাখ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বললে এই টাকা জালাল গত মাসে পাঠিয়ে দেয়। এর থেকে জালালের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সিনেডো। পরে থানায় প্রতারণা বিষয়টি জানান জালাল। কিছু দিন আগে জালাল সিনেডোর সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় এবং সিনেডোকে শনিবার তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পরে বেশ কিছু জাল ডলারসহ তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে আসার জন্য নাইজেরিয়ার নাগরিক ভিসা সংগ্রহ করেন। গত ২৪ জানুয়ারি সে বাংলাদেশে আসে। পুলিশ তার জাল ডলার, পাসপোর্ট, মোবাইল ফোনসহ দুটি ব্যাগ জব্দ করেছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ