![হবিগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/lash-uddar_125442.jpg)
হবিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের একদিন পর হাবিব মিয়া (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বানিয়াগাঁও মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত হাবিব উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের খুঁজেরগাঁও গ্রামের আবদুল হান্নানের ছেলে এবং স্থানীয় বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, হাবিব শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস মেলেনি। আজ সকালে বানিয়াগাঁও এলাকার একটি মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে কী কারণে হাবিরের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এবিএন/সাদিক/জসিম/এসএ