শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • জয়পুরহাটে ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

জয়পুরহাটে ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

জয়পুরহাটে ছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

জয়পুরহাট, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : জয়পুরহাটের কালাই উপজেলার উপজেলার মাত্রাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষন মামলার পলাতক আসামী হারুনুর রশীদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত আসামী কালাই উপজেলার বানদিঘি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আজ রবিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ২০১৬ সালের ২৩ ডিসেম্বর কালাই উপজেলার মাত্রাই বানদিঘি গ্রামে রাতে নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয় মাত্রাই উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী।

সেই রাতে দুর্বৃত্তরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে জখম করলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা,দেওয়া হয়। চিকিৎসা শেষে ওই ছাত্রীর জবানবন্দি অনুযায়ী হারুনুর রশিদের নাম উঠে আসে এবং দীর্ঘ ধরে সে পলাতক ছিল।

আজ রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহর থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত