![পেকুয়ায় প্রতিপক্ষের গুলিতে ব্যবসায়ী আহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/11/gulite-ahoto-abn_125488.jpg)
চকরিয়া, ১১ ফেব্রুয়ারি, এবিনিউজ : কক্সবাজারের পেকুয়ায় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী ফখরুল ইসলাম চৌধুরী মানিক (৫০)। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের গোঁয়াখালী বকসুচৌকিদার পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত মানিককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পরিবার সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফরুখ আহমদ চৌধুরীর ছেলে ফখরুল ইসলাম চৌধুরী মানিক কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে চাষ করতে যায়। এসময় স্থানীয় লিটন নামক এক যুবকের নেতৃত্বে কয়েকজন লোক ওই জমিতে গিয়ে দুই রাউন্ড গুলি করে। এতে ছররা গুলিবিদ্ধ হয়ে আহত হয় ফখরুল ইসলাম চৌধুরী মানিক।
আহত মানিকের আত্মিয়রা জানায়, দাবী করা এক লাখ টাকা চাঁদা না পেয়ে মানিককে গুলি করেছে। তবে স্থানীয় কয়েকজন জানায়, জমির বিরোধ নিয়ে এই গুলির ঘটনা ঘটতে পারে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম খান বলেন, ঘটনা শুনেছি। পুলিশ ফোর্স পাঠিয়েছি যারা গুলি করেছে তাদের আটক করতে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এবিএন/ মুকুল কান্তি দাশ/জসিম/নির্ঝর