বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • রাজনীতি
  • ইন্টারপোলের মাধ্যমে তারেককে গ্রেফতারের দাবি হানিফের

ইন্টারপোলের মাধ্যমে তারেককে গ্রেফতারের দাবি হানিফের

ইন্টারপোলের মাধ্যমে তারেককে গ্রেফতারের দাবি হানিফের

মাগুরা, ১৩ ফেব্রুয়ারি, এবিনিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। আজ মঙ্গলবার দুপুরে মাগুরায় নোমানি ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত কর্মিসভায় তিনি এ দাবি জানান।

হানিফ বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় যাওয়ার পর তারেক জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে সারা বিশ্বের মাফিয়া ডনদের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিশ্ব সন্ত্রাসী সেই তারেককে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। তিনি বিদেশে পালিয়ে থেকে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করার পরিকল্পনায় ব্যস্ত রয়েছেন। এ কারণে ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি করছি।

কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, জিয়া অরফানেজ মামলার রায়কে সামনে রেখে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ওই মামলাটির পেছনে আওয়ামী লীগের হস্তক্ষেপ রয়েছে এমন বিভ্রান্তিকর কথা দেশের সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে বেড়াচ্ছে।

তিনি বলেন, মামলাটি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। আওয়ামী লীগও মামলাটি করেনি, শেখ হাসিনাও করেননি। দীর্ঘ ১০ বছর মামলাটি চলার পর আদালত খালেদা জিয়া আর তার পুত্রসহ অন্যান্যদের সাজা দিয়েছেন। কিন্তু আওয়ামী লীগ চাইলে এই মামলায় অনেক আগেই তাদের সাজা দিতে পারতো।

সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, সংসদ সদস্য মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কামরুল লাইলা জলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, দফতর সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন, প্রচার সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত