
লক্ষ্মীপুর, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : লক্ষ্মীপুরে লুঠ করা মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বন্দুকযুদ্ধে ডাকাতিসহ ১০ মামলার এক আসামি নিহত হয়েছেন।
আজ বুধবার ভোরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের খাগুড়িয়া বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ মিন্টু সদর উপজেলার চরশাহী ইউনিয়নের হোসেন আহম্মেদের ছেলে।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, ভোরে খাগুড়িয়া বেড়িবাঁধে ডাকাত দলের বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেখানে যায় পুলিশ। এ সময় তল্লাশি করে পাশের সুপারি বাগানে গুলিবিদ্ধ অবস্থায় জাবেদের লাশ পাওয়া যায়।
তিনি আরও বলেন, জাবেদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা রয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
ময়নাতদন্তের জন্য তার লক্ষ্মীপুরে সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ