![নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে উদ্যোগ নেবে ইসি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/14/fazle_125873.jpg)
ব্রাহ্মণবাড়িয়া, ১৪ ফেব্রুয়ারি, এবিনিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) উদ্যোগ নেবে। সাধারণ নাগরিক হিসেবে আমরা চাইবো সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।
আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় হিজড়া জনগোষ্ঠির একাংশের পরিচালনায় একটি বিউটি পার্লার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সহযোগিতায় শহরের পুরাতন জেলরোডস্থ পুলিশ ভবন মার্কেটে উত্তরণ-৩ নামের এই বিউটি পার্লার হিজড়ারা পরিচালনা করবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন-নেছা বাপ্পি, পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন প্রমুখ। বাসস।
এবিএন/মমিন/জসিম