রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • অপরাধ
  • নড়াইলে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইলে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইলে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইল, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : নড়াইলের দীঘিনালা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে (৪৭) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে হত্যা করে সন্ত্রাসীরা।

লতিফুর রহমান পলাশ ৮নং দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি আওয়ামী লীগের সদস্য।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লতিফুর রহমান পলাশ দুপুরে লোহাগড়া নির্বাচন অফিসের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মোটরসাইকেলযোগে দুজন এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত