শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • সিরাজগঞ্জে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জে গর্ভবতী স্ত্রীকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ, ১৫ ফেব্রুয়ারি, এবিনিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনীদহ গ্রামে নয়নতারা (২০) নামে এক গর্ভবতী স্ত্রীকে মাদকাশক্ত স্বামী নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যাকান্ডের পর স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শাহজাদপুর থানার এসআই মো. নূরুল হুদা জানান, উক্ত উপজেলার খারুয়াজংলা গ্রামের মালেক বিশ্বাসের মেয়ে নয়নতারাকে দেড়বছর আগে একই উপজেলার যুগনীদহ গ্রামের আব্দুর রশিদের ছেলে রাকিবের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নয়নতারার স্বামী,শ্বশুর-শ্বাশুরি নানা অজুহাতে তাকে নির্যাতন করে আসছিল।

গতকাল বুধবার সকালে বাপের বাড়ি থেকে নেশার টাকা এনে দেয়ার দাবীতে ৮ মাসের গর্ভবতী স্ত্রী নয়নতারার উপর তার মাদকাসক্ত স্বামী রাকিব চাপ সৃষ্টি করে। তার দাবিকৃত টাকা না আনায় বিকেলে তাকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যপারে নিহতের বড় ভাই মাসুদ বিশ্বাস বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত