![ভোলার মেঘনা নদী থেকে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/16/bhola-daket-atok_126162.jpg)
ভোলা, ১৬ ফেব্রুয়ারি, এবিনিউজ : ভোলার সদর উপজেলা মেঘনা নদী থেকে কোস্ট গার্ড অভিযান চালিয়ে এক কিশোর সহ ৩ ডাকাতকে আটক করেছে কোস্ট এর দক্ষিন জোনের একটি টিম।
আটককৃতরা হলেন জুয়েল ব্যাপারী (২০), রহমতউল্ল্যাহ (২১) ও মো. ইমন (১৪)। তাদের বাড়ী বরিশালের জেলার মেহেন্দিগঞ্জের উপজেলার পূর্ব সুলতানী গ্রামে । সকাল ১০টার দিকে রাজাপুর ইউনিয়নের জোড়খাল এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
কোস্ট গার্ডের পেটি অফিসার মো. হাবিবুর রহমান জানান, ডাকাতদের এ দলটা ভোলার ইলিশা ও লক্ষ্মীপুর এলাকার মেঘনা নদীতে ডাকাতি করতো।
স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে অভিযান চালিয়ে জলদস্যু দলের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়। এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা দায়ের হবে বলে জানান তিনি।
এবিএন/আদিল হোসেন তপু/জসিম/নির্ঝর