![কুষ্টিয়ায় স্বামীর গলা কাটা লাশ উদ্ধার : স্ত্রীসহ আটক ২](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/18/lash-uddar_126396.jpg)
কুষ্টিয়া, ১৮ ফেব্রুয়ারি, এবিনিউজ : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার শালিমপুর এলাকায় কুদরত মণ্ডল (৪০) নামের এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুদরতের স্ত্রী মাসুরা খাতুনসহ ২ জনকে আটক করা হয়েছে।
আজ রবিবার সকালে পুলিশ ওই এলাকার একটি মেহগনিবাগান থেকে লাশটি উদ্ধার করে।
কুদরত আলী একই উপজেলার খলিশাকুন্ডি গ্রামের মৃত পরেশ মণ্ডলের ছেলে। তিনি কয়েক বছর ধরে তারাগুনিয়া এলাকায় তার দ্বিতীয় স্ত্রী মাসুরা খাতুনের বাড়িতে থাকতেন
দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তারাগুনিয়া এলাকায় ডাকবাংলোর পেছনে মেহগনিবাগানের ভেতর গলা কাটা একটা লাশ পড়ে আছে, এমন খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে।
সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ