![বেনাপোলে বিজিবির গুলিতে চোরাকারবারি নিহত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/benapaol_126727.jpg)
বেনাপোল (যশোর), ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের গুলিতে ইব্রাহীম (৩২) নামে এক চোরাকারবারি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার ভোরে দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ৫ গাইট ভারতীয় মালামাল, একটি ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে দাবি করেছে বিজিবি।
তবে পরিবারের দাবি, নিহত ইব্রাহীম একজন ভাড়াটে মোটরসাইকেল চালক। নিহত ইব্রাহীম বেনাপোল পোর্ট থানার ইয়াকুব মোড়লের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ১৫-২০ জনের একদল চোরাকারবারী ভারত থেকে বিপুল পরিমাণ চোরাই পণ্য নিয়ে দৌলতপুর সীমান্তের তেরঘর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে, এ এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আগে থেকে সেখানে অবস্থান নেয়। চোরাকারবারিরা বাংলাদেশে প্রবেশ করতে গেলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা সংঘবদ্ধ হয়ে টহল দলের উপর অতর্কিত আক্রমণ করলে চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গোলাগুলি হয়। এতে ইব্রাহীম নামে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
ঘটনাস্থল তল্লাশি করে চোরাকারবারিদের ফেলে যাওয়া পাঁচ গাইট ভারতীয় মালামাল, একটি ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বেনপোল পোর্ট থানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিন জানান, বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে গোলাগুলি হয়। এ সময় ইব্রাহীম নামে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএন/সাদিক/জসিম/এসএ