![বিজয়নগরে মাদক দ্রব্যসহ আটক ২: সিএনজি জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/atok-abn4_126729.jpg)
বিজয়নগর, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ব্রাহ্মণবাড়িয়ার ৩০পিস ইয়াবাসহ ইয়াসিন মিয়া(৩০) নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার উপ-পরিদর্শক কবির হোসেন, তপন চন্দ্র সাহা ও সহকারি উপ-পরিদর্শক কাজী হাবিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার মেরাশানী রেলগেইট থেকে তাকে আটক করে।
সে ব্রাহ্মণবাড়িয়া মধ্যপাড়ার সাচ্চু মিয়ার ছেলে বলে জানা গেছে। অপর দিকে সোমবার সকাল সাড়ে ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)ও সুবেদার আবুল হাসেম উপজেলার সিঙ্গারবিল রেলক্রসিং থেকে সিএনজি তল্লাশী করে সাড়ে ৭ কেজি গাঁজা ও ৯৫পিস ইয়াবাসহ শাহিন মিয়া(৩০) নামক এক যুবককে আটক করে।
এ সময় একটি সিএনজি (ব্রাহ্মণবাড়িয়া থ-১১-৩৩৫৩) গাড়ী জব্দ করা হয়। সে উপজেরার কাশিনগরের মিকাইল মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/টিপু/জসিম/নির্ঝর