![সাভারে যুবককে কুপিয়ে হত্যা: অাটক ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/02/20/savar_126734.jpg)
সাভার, ২০ ফেব্রুয়ারি, এবিনিউজ : ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরেপ্রতিপক্ষের লোকজন শরিফ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এ সময় রুহুল নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। সাভারের একটি জুতার কারখানায় কাজ করতো শরিফ ও রুহুল।
গতকাল সোমবার রাতে সাভার উপজেলার মধ্য ভাটপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে এ হত্যা কাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরিফ ময়মনসিংহের গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে ও আহত রুহুল নেত্রকোনার আব্দুল গফুরের ছেলে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানায়, শরিফ ও রুহুল সোমবার সন্ধ্যা পর সাভার বাড্ডা স্কুলের সামনে গেলে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন যুবক তাদের কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরিফকে মৃত ঘোষণা করে। অার রুহুলকে হাসপাতালের আইসিওতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/মো: সোহেল রানা খান/জসিম/নির্ঝর