শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • অপরাধ
  • হবিগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

হবিগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

হবিগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

ঢাকা, ০২ ফেব্রুয়ারি, এবিনিউজ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছেন।

বুধবার দিনগত রাত ৯টার দিকে শহরতলির কামড়াপুর খোয়াই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাসেল জেলার বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দানিয়ালপুর এলাকার দীপকের কাছে সোহাগ ৫০০ টাকা পেতেন। সোহাগ গতকাল সন্ধ্যায় দীপককে ফোন করে আসতে বলেন। দীপক তার বন্ধু রাসেলকে সঙ্গে নিয়ে কামড়াপুর এলাকায় যায়। এ সময় পাওনা টাকা নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল ও সোহাগ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সাইফুর রহমান সোহাগ রাসেলকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত